এমার্জেন্সি হেল্পলাইন নম্বর
ময়নাগুড়ি-দোমহনির মাঝে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস দুর্ঘটনার প্রতি মুহূর্তের খবর রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি টুইট করে জানিয়েছেন রাজ্যের হেডকোয়াটার থেকে তিনি নজরদারি চালাচ্ছেন৷ ইতিমধ্যে,জেলাশাসক, পুলিস সুপার,আইজিকে উদ্ধারের কাজে হাত লাগাতে নির্দেশ দিয়েছে৷ রাজ্য পুলিসের তরফে বিশাল পুলিস বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন৷ রেলের সঙ্গে হাত মিলিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনায় তিনি মর্মাহত৷ জেলাশাসক-পুলিস সুপারকে নির্দেশ দিয়েছেন৷ উদ্ধার কাজ জোর কদমে শুরু করা হয়েছে৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। জেলাশাসক এমনটাই জানিয়েছেন৷ বহু মানুষ গুরুতর জখম৷ উদ্ধার করে
নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷ রেলের তরফে চালু করা হয় এমার্জেন্সি হেল্পলাইন৷ নম্বরে ফোন করলেই আপৎকালীন পরিষেবা পাওয়া যাবে৷ ৪০ জনকে উদ্ধার করে ময়নাগুড়ি ও জলপাইগুড়়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ হাইঅ্যালার্ট জারি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে৷ অর্থপেডিক ও সার্জারি বিভাগের চিকিৎসকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে৷ উদ্ধারের জন্য ইতিমধ্যে ৫১টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে৷ এদিকে, রেল দুর্ঘটনার খবর কানে যেতেই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছ থেকে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রেল দুর্ঘটনা নিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। সূত্র মারফত খবর, রাতেই ময়নাগুড়ি যাবেন রেলমন্ত্রী। এদিকে ইতিমধ্যেই রেলের তরফে জানানো হয়েছে, মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। গুরুতর জখমরা ১ লক্ষ টাকা করে পাবেন। সামান্য আহতরা পরিবার পিছু পাবেন ২৫ হাজার টাকা।