খেলা

টেস্ট সিরিজ জয়ের পথে দক্ষিণ আফ্রিকা!

দুই ওপেনারকে হারিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতে বেকায়দায় পড়েছিল ভারত৷ তবে, ঋষভ পন্থ এবং অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে ১৯৮ রানে পৌঁছয় ভারত ৷ সেঞ্চুরি করেন ঋষভ পন্থ ৷ প্রাথমিক ধাক্কা কাটিয়ে ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ছন্দে ফিরেছিল ভারত ৷ তবে দু’শোর গণ্ডি ছুঁতে পারেনি টিম ইন্ডিয়া ৷ তবে দুরন্ত সেঞ্চুরি করেন উইকেটকিপার-ব্যাটার পন্থ ৷ শেষ পর্যন্ত ১০০ রানে অপরাজিত থাকেন এই বাঁ-হাতি ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম শতরান করলেন পন্থ ৷ তাঁর ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার সামনে ২১২ রানের টার্গেট দিল ভারত ৷ ১৩ রানের লিড নিয়ে বুধবার দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খায় টিম কোহলি ৷ দুই ওপেনার লোকেশ রাহুল এবং ময়াঙ্ক আগরওয়ালকে হারিয়ে চাপে পড়ে যায় ভারত ৷ অধিনায়ক কোহলি এবং চেতেশ্বর পূজারা দলের স্কোর ৫০-এর উপরে নিয়ে যান ৷ ২ উইকেট হারিয়ে ৫৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত ৷ দিনের শুরুতেই ৯ রান করেই প্যাভিলিয়নে ফেরেন পূজারা ৷ পরে রাবাদার বলে ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রাহানে ৷ এরপর ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন অধিনায়ক কোহলি ৷ দু’জনের ব্যাটে ৩১তম ওভারে ভারতের লিড একশোর গণ্ডি পার করে ৷ এরপর ৩৬তম ওভারে ভারতের দলগত ইনিংস তিন অঙ্কের ঘরে পৌঁছয় ৷ কোহলি ২৯ রান করেন ৷ ভারতীয় ইনিংসের তৃতীয় সর্বোচ্চ স্কোর মিস্টার অতিরিক্ত ২৮ ৷ মার্কো জ্যানসেন ৩৬ রান দিয়ে চারটি উইকেট নেন ৷ এছাড়া কাগিসো রাবাদা ও নুঙ্গি এনগিদি ৩টি করে উইকেট নেন ৷ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল না-হলেও দিনের শেষে ভাল জায়গায় দক্ষিণ আফ্রিকা ৷ ক্যাপ্টেন ডিন এলগার ও পিটারসেনের লড়াইয়ে তৃতীয় দিনের শেষে দু’উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে প্রোটিয়াবাহিনী ৷ ৪৮ রানে অপরাজিত পিটারসেন ৷ ৩০ রানে আউট হয়েছেন ক্যাপ্টেন এলগার ৷ জয়ের জন্য ১১১ রান দরকার দক্ষিণ আফ্রিকার ৷ কোহলিদের জিততে হলে নিতে হবে ৮ উইকেট ৷ তিন টেস্টের সিরিজ ১-১ অবস্থায় কেপটাউনে নেমেছে দুই দল ৷ সুতরাং যারা এই টেস্ট জিতবে, তারাই সিরিজ পকেটে পুরবে ৷