আগামী ২ এপ্রিল ২০২২ থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পরীক্ষা। করোনা অতিমারির কারণে গত দুই বছর এই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় সরকার। পরিবর্তে, অল্টারনেট ক্রাইটেরিয়ার মাধ্যমে পড়ুয়াদের নম্বর প্রদান করা হয়। যে সকল পড়ুয়ারা ২০২২ সালের এই পরীক্ষায় বসবে, সম্প্রতি শুরু হয়েছে তাঁদের এনরোলমেন্ট পর্ব। এবার, এই পরীক্ষার এনরোলমেন্ট পর্বের দিনক্ষণ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন বা WBCHSE। করোনা অতিমারির কারণে তৈরি হওয়া সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। এর আগে, গত ৫ জানুয়ারি, কাউন্সিলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী লেট ফি ছাড়া এনরোলমেন্ট ফর্ম জমা করার শেষ তারিখ হিসেবে ১৪ জানুয়ারি ধার্য করা হয়। এছাড়াও, ২০ থেকে ২৭ জানুয়ারির মধ্যে লেট ফি দিয়ে এনরোলমেন্ট ফর্ম জমা করার অনুমতি দেয় বোর্ড। কিন্তু এবার সেই সময়সীমাতেই পরিবর্তন করা হল বোর্ডের তরফে।এবার, আগামী ২১ জানুয়ারি ২০২২ পর্যন্ত লেট ফি ছাড়াই এই পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম জমা করতে পারবে পড়ুয়ারা। বৃহস্পতিবার রাতে, এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় কাউন্সিলের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ তারিখের পর যে সকল পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম জমা করবে, তাঁরা লেট ফি দিয়ে তবেই এই ফর্ম জমা করতে পারবে। আগামী ২১ জানুয়ারির মধ্যে যারা ফর্ম জমা করতে পারবে না, তারা ২৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে, লেট ফি দিয়ে এনরোলমেন্ট ফর্ম জমা করতে পারবে।