মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে পুণ্যস্নান সারতে এসে পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন বিজেপি নেত্রী উমা ভারতী ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, নিজের অভিজ্ঞতার কথা ভবিষ্যতে চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে জানাবেন তিনি ! সাফ জানিয়ে দিলেন মকর সংক্রান্তির পুণ্যলগ্নে রাজনীতি করতে আসেননি তিনি ৷ তাই এই মুহূর্তে গেরুয়া শিবিরের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের প্রশংসা করতেও এতটুকু বিব্রত বোধ করেননি উমা ৷ শুক্রবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসেন অসংখ্য মানুষ ৷ তাঁদের মধ্যে উমা ভারতীর মতো ভিআইপি পুণ্যার্থীও ছিলেন ৷ এদিন যাবতীয় রীতিনীতি মেনেই সাগরে ডুব দেন উমা ৷ তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান ৷ আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনেও বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টিকে সরাসরি সমর্থনের বার্তা দিয়েছেন মমতা ৷ এই অবস্থায় বাংলার মাটিতে দাঁড়িয়ে উমার এই মমতা স্তূতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ৷