দেশ

নয়া ভারতে বৈষম্যের কোনও জায়গা নেই: প্রধানমন্ত্রী

‘আজাদি কে অমৃত মহোৎসব সে স্বর্নিম ভারত কি ওর’- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে যাত্রা শুরু করল এই অনুষ্ঠান ৷ আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ এই অনুষ্ঠানে সারা বছর ধরে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করবে ব্রহ্মকুমারী, যার দ্বারা চলবে ৩০টি প্রচার ও ১৫০০০-এরও বেশি অনুষ্ঠান ৷ পাশাপাশি এ দিন ব্রহ্মকুমারীর আরও সাতটি পদক্ষেপেরও সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর মধ্যে আছে মাই ইন্ডিয়া হেল্দি ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত: সেল্ফ রিলায়েন্ট ফার্মারস, পাওয়ার অফ পিস বাস ক্যাম্পেইন-সহ অন্যান্য৷ দিন উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে ঐক্য ও সামাজিক ন্যায়বিচারের প্রসঙ্গ ৷ তিনি বলেন, “এ বার ঘুমিয়ে স্বপ্ন দেখাই অমৃত কাল নয়, বরং জেগে উঠে স্বপ্নপূরণ করতে হবে ৷ আগামী ২৫ বছর হবে কঠোর পরিশ্রম ও ত্যাগের সময় ৷ গত কয়েকশো বছরের দাসত্বে আমাদের দেশ যা যা হারিয়েছে, এই ২৫ বছর সময়কালে তা ফেরত পেতে হবে ৷” প্রধানমন্ত্রীর কথায়, “আজ একটা ব্যবস্থা তৈরি হল, যেখানে বৈষম্যের কোনও স্থান নেই ৷ আমরা একটা সমাজ তৈরি করছি যা সাম্য ও ন্যায়বিচারের উপর দৃঢ় ভাবে দাঁড়িয়ে থাকবে ৷ এমন একটা ভারতের প্রয়োজনীয়তা অনুভব করছি, যার ভাবনাচিন্তা হবে সৃজনশীল ও সিদ্ধান্ত হবে আধুনিক ৷” প্রধানমন্ত্রী বলেন, “আজ কোটি কোটি ভারতীয় স্বর্ণিম ভারতের শিলান্যাস করছেন ৷ দেশের উন্নতির উপরই নির্ভর করছে আমাদের উন্নতি ৷ দেশ আমাদের অস্তিত্বের উপর রয়েছে ৷ আমাদের অস্তিত্বও দেশের জন্যই ৷ এই বিষয়টি বুঝতে পারাটাই ভারতীয়দের সবচেয়ে বড় শক্তি, যার থেকে তৈরি হবে নয়া ভারত ৷”