কলকাতা

স্কুল খোলার দাবিতে ফের জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

মেলা করার অনুমতি দিয়েছে সরকার। ছাড় দেওয়া হয়েছে বিয়েবাড়িতেও। এমনকী, করোনাবিধি মেনে জিম, যাত্রা এবং আউটডোর শুটিংয়েও কোন বাধা নেই। তাহলে স্কুল কেন খোলা হবে না? জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর দাবি, ‘স্কুল খোলা নিয়ে নীতি তৈরি করুক রাজ্য সরকার। কত শতাংশ ছাত্রছাত্রীর টিকাকরণ করা হয়েছে, সে তথ্যও প্রকাশ করা হোক’।