মালদা

পুলিসকর্মীর স্ত্রীকে শ্লীলতাহানি, মারধর ও আটকের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে

হক জাফর ইমাম, মালদাঃ মালদা শহরে চিকিৎসা করতে আসা পুলিসকর্মীর স্ত্রীকে শ্লীলতাহানি অভিযোগ এমন কি সেই আট মাসের অন্তঃসও্বা গৃহবধুকে মারধর করে ঘরে বন্ধ করে রাখার অভিযোগ উঠল মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোম দিশারীর চিকিৎসক এস এন শর্মার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা গৃহবধূর স্বামীকেও মারধর করার অভিযোগও উঠল চিকিৎসক এস এম শর্মা ও নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।জানা গিয়েছে, চাঁচোলের বাসিন্দা ওই দম্পতি। স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গত ২৫.৭.২০১৯ মালদা শহরের

বেসরকারি নার্সিংহোম দিশারীতে নিয়ে যান তাঁরা। মহিলার অভিযোগ, চিকিৎসার নাম করে ওই মহিলাকে চেম্বারে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁর শ্লীলতাহানি করে নার্সিংহোম দিশারী চিকিৎসক এস এন শর্মা। চেম্বার থেকে তড়িঘড়ি বেরিয়ে স্বামীকে সমস্ত ঘটনা জানান তিনি। তিনি প্রতিবাদ করতেই চিকিৎসক ও সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা দম্পতিকে বেধড়ক মারধর করে ও একটি ঘরে তালা বন্ধ করে দেয়। উপস্থিত অন্যান্য রোগীর আত্মীয়দের কাছ থেকে খবর পেয়ে মালদা ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে। এরপর ঘটনায় চিকিৎসক এস এম শর্মা ও নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে মালদা ইংরেজবাজার থানায়।মালদা পুলিশ সুপার আলোক রাজোরিয়া বলেন, ‘‘আমাদের চাঁচোলের এক পুলিশকর্মীর স্ত্রী শ্লীলতাহানির অভিযোগ করেছেন চিকিৎসক ও নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনার তদন্ত করা হচ্ছে।