কলকাতা

আজ রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা

আজ কলকাতায় সকাল থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। শুধু মহানগর নয়, রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। দার্জিলিং, কালিম্পঙের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। পাশাপাশি, উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলা এবং নদিয়া ও মুর্শিদাবাদে আজ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, দক্ষিণবঙ্গে রবিবার থেকে বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবি ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। বৃষ্টির পাশাপাশি সকাল থেকেই ঘন কুয়াশা রয়েছে প্রায় সর্বত্র। দৃশ্যমানতা অত্যন্ত কমে গিয়েছে এর ফলে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরের সমস্ত জেলায় ঘন কুয়াশার চাদরে আচ্চাদিত রয়েছে।  আজ ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার দু’এক জায়গায় হালকা বৃষ্টি হবে । ২৩ ও ২৪ জানুয়ারি, দু’দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও আছে । ২৩ জানুয়ারি নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে শিলা বৃষ্টিও হতে পারে, জানালেন আলিপুর আবহাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় ৷ ২৫ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে ৷ সেদিন কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় খুব হালকা বৃষ্টির আভাস দিয়েছে হাওয়া অফিস ৷ ২৬ তারিখ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে । আগামী তিন দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে ৷ ২৬ জানুয়ারির পর থেকে ফের নামবে পারদ ৷