কলকাতা

আজ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, জেলায় জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা

আজও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে শনিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে । আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজবে উত্তরবঙ্গ । শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আরও কিছু দিন বৃষ্টির প্রভাব থাকবে । রবিবার মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৩ এবং ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে । রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস । ২৫ জানুয়ারি কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে । মেঘ কেটে আবহাওয়ার উন্নতি হবে ২৬ জানুয়ারি । তবে উপকূলের কাছাকাছি দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে । রাতের তাপমাত্রায় আগামী চারদিন কোনও পরিবর্তন হবে না । বৃষ্টি কমার পর তাপমাত্রাও ফের কমতে শুরু করবে। আলিপুর হাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, “রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার এবং সোমবার বৃষ্টির প্রভাব বেশি থাকবে । এই দু’দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । দুই এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ।”