কলকাতা

আরটিপিসিআর পরীক্ষার খরচ কমাল রাজ্য

আজ থেকে আরটিপিসিআর-এর খরচ কমানো হল। আজ, বৃহস্পতিবার  রাজ্য স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে আরটিপিসিআর পরীক্ষার খরচ এবার থেকে ৫০০ টাকা করা হল। এর আগে এই পরীক্ষার খরচ ছিল ৯৫০ টাকা।  প্রসঙ্গত উল্লেখ্য, গোটা দেশের পাশাপাশি রাজ্যেও করোনা টেস্টের ক্ষেত্রে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি আরটিপিসিআর টেস্টও চলছে দীর্ঘদিন থেকেই। কিন্তু রিপোর্টের গ্রহণযোগ্যাতার নিরিখে আরটিপিসিআর টেস্টকেই এখনও পর্যন্ত সবথেকে বেশি নির্ভরযোগ্য পরীক্ষা পদ্ধতি হিসাবে ধরা হয়। এবার এই টেস্টের খরচই এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিল রাজ্য সরকার। এখন থেকে ৯৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকাতেই করা যাবে আরটিপিসিআর টেস্ট