আগামী ১ ফেব্রুয়ারি বাজেশ পেশ হবে ৷ আর তার আগেই দেশের নতুন মুখ্য আর্থিক উপদেষ্টার নাম ঘোষণা কেন্দ্রের৷ শিক্ষাবিদ ডক্টর ভি অনন্ত নাগেশ্বরনক মুখ্য আর্থিক উপদেষ্টা পদে বসালো মোদি সরকার৷ ভি অনন্ত নাগেশ্বরনক অর্থনীতির শিক্ষক, লেখক এবং পরামর্শদাতা৷ ১৯৮৫ সালে আইআইএম আমেদাবাদ থেকে এমবিএ পাশ করার পর তিনি চলে যান বাইরে৷ ১৯৯৪ সালে ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পান৷ সিঙ্গাপুর এবং সুইৎজারল্যান্ডের অনেক নামী সংস্থার সঙ্গে জড়িত ছিলেন৷ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আংশিক সময়ের জন্য কাজও করেছেন৷ তাঁকে এবার মুখ্য আর্থিক উপদেষ্টা পদে বসালো মোদি সরকার৷