মালদা

মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে শুরু হতে চলেছে পেইং বেডের ব্যবস্থা

হক জাফর ইমাম, মালদাঃ মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে শুরু হতে চলেছে পেইং বেডের ব্যবস্থা। বেসরকারী নার্সিংহোম গুলির মত টাকার বিনিময়ে পেইং বেডের ওয়ার্ড রাখা হবে রোগীদের জন্য। তবে বেসরকারী নার্সিংহোমের তুলনায় খরচ বহুগুণ কম হবে এখানে। ইতিমধ্যে পেইং বেড তৈরীর জায়গা পরিদর্শন করেছেন জেলা শাসক তথা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৌশিক ভট্টাচার্য। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল পার্থ প্রতিম মুখোপাধ্যায়, এমএসভিপি অমিত কুমার দাঁ, ডেপুটি সুপার জ্যোতিষ চন্দ্র দাস সহ মেডিকেল কলেজের অনান্য কর্তা আধিকারিকেরা। হাসপাতালের পুরনো এমএসভিপি অফিস চত্বরে একটি জায়গা চিহ্নিত্ব করা হয়ছে। এছাড়াও এদিন জেলা শাসকের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন নব নির্মিত ভবন ও মেডিকেলের বিভিন্ন পরিষেবার কাজ। জরুরি বিভাগ থেকে ব্লাড ব্যাঙ্কের পরিষেবা ঘুরে দেখেন। মালদা মেডিকেলের প্রিন্সিপ্যাল পার্থ প্রতিম মুখোপাধ্যায় বলেন, মেডিকেলে পেইং বেড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন সমস্ত কিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে। এদিন জেলা শাসক জায়গা পরিদর্শন করেছেন। জায়গা চিহ্নিত করে আমরা উদ্ধতন কতৃপক্ষের কাছে জেলা শাসকের মাধ্যমে পাঠাবো। অনুমোদন মিললে কাজ শুরু হবে।