জেলা

জাহাঙ্গির খানের বিশেষ নিরাপত্তা তুলে নিল নবান্ন, মুখ খুললেন অভিষেক ঘনিষ্ঠ যুব নেতা

দক্ষিণ ২৪ পরগনার ফলতার দাপুটে যুব তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বিশেষ নিরাপত্তা তুলে নিল নবান্ন। সোমবার এই সংক্রান্ত নির্দেশিকা সামনে আসতেই শুরু রাজনৈতিক চাপানউতোর ৷ ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ হিসাবেও এলাকায় পরিচিতি রয়েছে এই জাহাঙ্গির খানের । গত ২০১৮ সাল থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন ফলতা ব্লকের যুব তৃণমূল সভাপতি ও বজবজ বিধানসভার তৃণমূলের পর্যবেক্ষক জাহাঙ্গির খান । ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা মানে দু’জন কমান্ডো এবং আটজন ব্যক্তিগত দেহরক্ষী সবসময় থাকত তাঁর সঙ্গে । কিন্তু সেই নিরাপত্তা উঠে যাওয়ায় এখন চর্চায় যুব তৃণমূলের এই নেতা ৷ যদিও এ প্রসঙ্গে বিরোধীদের বাকবিতণ্ডা নিয়ে মোটেও চিন্তিত নন স্বয়ং জাহাঙ্গির খান ৷ তিনি

বলেন, ‘‘গত কালই আমার কাছে খবর আসে যে আমার ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে। দল নিরাপত্তা দিয়েছিল। দল তুলে নিয়েছে। দল যা ভাল মনে করেছে তাই করেছে। দল যা সিদ্ধান্ত নেবে, এক জন সাধারণ কর্মী তা মাথা পেতে নেব।’’ শোনা যাচ্ছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী নাম জাহাঙ্গির খান । অনেকেই বলেন, তিনি নাকি স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কাছের । একুশের ভোটের পর থেকে ফলতা, বিড়লাপুর, বজবজ এলাকায় অসামাজিক কাজকর্ম বেড়েছে বলে পুলিশ সূত্রে খবর । এমনকি যাঁরা এই কাজকর্ম করছে তাঁরা শাসকদলের ছত্রছায়ায় রয়েছে বলে পুলিশের উপরও চাপ রয়েছে বলে বার বার অভিযোগ তুলেছে বিরোধীরা । জাহাঙ্গির খানের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্বের কাছেও বিভিন্ন অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর ।