দেশ

এবার দোতলা ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেল

এবার দোতলা ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। এমন একটি ট্রেন তৈরি করার কথা ভাবা হয়েছে, যেটিতে সাধারণ মানুষ যাতায়াত করবেন আবার পণ্য পরিবহনও করা হবে। অর্থাৎ ট্রেনটি একই সঙ্গে দু’টি কাজ করবে। আপাতত যা পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে ট্রেনটি হবে ডবল ডেকার। দেশে ডবল ডেকার কয়েকটি ট্রেন চললেও, তা সংখ্যায় অনেক কম। কিন্তু এই ট্রেনের নতুনত্ব হল, এটিতে যাত্রীরাও যেতে পারবেন আবার পণ্যও বহন করা হবে। প্রাথমিকভাবে এ ধরনের দুটি ট্রেন তৈরি করে চালানোর কথা ভাবা হয়েছে। বিশেষ সূত্রে খবর, এই ট্রেনে

20টি কোচ থাকবে। এই ধরনের ট্রেন তৈরিতে কেন্দ্র 160 কোটি টাকা বিনিয়োগ করতে পারে বলে জানা গিয়েছে। আপাতত যা পরিকল্পনা রয়েছে, তা হল এই ট্রেনের রুট পূর্বনির্ধারিত থাকবে এবং এই ট্রেনটি পূর্ব-নির্ধারিত গন্তব্য এবং প্রারম্ভিক স্টেশনের মধ্যে চলবে। ট্রেনটি নানা ধরনের পণ্য বহন করবে বলে জানা গিয়েছে। পাশাপাশি যাত্রীরাও যাতায়াত করবে। আপাতত পরিকল্পনা রয়েছে, ডবল ডেকার এই ট্রেনের উপরে সিট নেবেন যাত্রীরা ও নীচের কামরাগুলিতে যাবে পণ্য। সূত্রের দাবি, উপরে যাত্রীদের জন্য বসার জায়গা থাকবে। 72 জন যাত্রীর বসার জায়গার পরিকল্পনা করা হয়েছে। ট্রেনটি যাতে কমপক্ষে 4-5 টন ওজন বহন করতে পারে, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।