দেশ

প্রথম দফাতেই উত্তরপ্রদেশে বিজেপির জয় নিশ্চিত হয়েছে, দাবি প্রধানমন্ত্রী

৭ দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে উত্তরপ্রদেশে ৷ বৃহস্পতিবার শেষ হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ ৷ তাতেই নিশ্চিত হওয়া গিয়েছে যে বিজেপিই আবার উত্তরপ্রদেশের সরকার গড়তে চলেছে ৷ শনিবার এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উত্তরপ্রদেশে দ্বিতীয় দফার নির্বাচন আগামী সোমবার ৷ শনিবার সেই নির্বাচনের জন্য প্রচারের শেষদিন ছিল ৷ এদিন মোদি কনৌজের সভা থেকে তিনি বলেন, ‘‘প্রথম দফার ভোটেই নিশ্চিত হয়েছে যে বিজেপিই উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরছে ৷’’ একই সঙ্গে তিনি সম্প্রদায় বা জাতির ভিত্তিতে ভোট ভাগ না করার আবেদনও জানিয়েছেন ৷ তিনি কটাক্ষ করেছেন কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে ৷ তাঁর বক্তব্য, প্রথম দফার ভোটের পর পরিবারতন্ত্রের অংশীদাররা ঘুম উড়ে গিয়েছে ৷ তারা স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে ৷ বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন ৷ শনিবার প্রধানমন্ত্রী কনৌজ ছাড়াও ফারুকাবাদ ও আয়ুরিয়ায় সভা করেন ৷