কলকাতা

চার পুরনিগমের ভোটের নথি ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

১২ ফেব্রুয়ারি রাজ্যের চার পুরনিগমের ভোটে ব্যাপক অশান্তি ও গণ্ডগোলের অভিযোগে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। তাদের তরফে দাবি করা হয় চার পুরনিগমের ভোট ঠিকভাবে হয়নি, তাই আদালত হস্তক্ষেপ করুক। সেই মামলার শুনানিতে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়, চার পুরনিগমের ভোটে ব্যবহৃত সিসিটিভি’র ফুটেজ ও সমস্ত নথি সংরক্ষণ করবে রাজ্য নির্বাচন কমিশন। বুধবারই সমস্ত কিছু সংরক্ষণ করতে হবে। সঙ্গেই মামলাকারীরা যা দাবি জানিয়েছে তার প্রেক্ষিতে দ্রুত হলফনামা দিয়ে আদালতে সবটা জানাতে হবে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে। আগামী ২১ শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এরই সঙ্গে বিরোধীরা আদালতে অভিযোগ করে, বাকি ১০৮ পুরসভায় প্রার্থীরা ভয় পাচ্ছে। ভয় দেখানো হচ্ছে, প্রার্থী পদ প্রত্যাহার করানো হচ্ছে। তাই ১০৮ পুরসভার ভোটের ৭২ ঘণ্টা আগে কেন্দ্রীয় বাহিনী’র ব্যবস্থা করা হোক। যার ভিত্তিতে রাজ্য সরকারের কাছে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানতে চায় কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট করা সম্ভব?