কলকাতা

আগামী ৭ মার্চ থেকে শুরু মাধ্যমিক, প্রতিটি কেন্দ্রে থাকবে আইসোলেশন রুম, পরতে হবে মাস্ক, জানাল পর্ষদ

আগামী ৭ মার্চ, সোমবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক। গত বছরের তুলনায় বেড়েছে ৫০ হাজার পরীক্ষার্থী বেড়েছে। এই বছর মাধ্যমিকে বসবে ১১ লক্ষের বেশি ছাত্রছাত্রী। তার আগে শনিবার সাংবাদিক বৈঠক করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। একাধিক নির্দেশিকা দেওয়া হয়। জানানো হয়, পরীক্ষাকেন্দ্রে দূরত্ব বিধি মানতে হবে। সকলকে মাস্ক পরতে হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে। কোভিডের জন্য পরীক্ষাকেন্দ্রও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। বেঞ্চের আকার, ছাত্রসংখ্যার ওপর ভিত্তি করে পরীক্ষার্থীদের বসার আয়োজন করা হবে। পাশাপাশি তিনি বলেন, ‘‌শুধুমাত্র কোভিড কেন এই সময় পক্সও হয়, প্রতিবারই আলাদা ঘর রাখা হয়। কারওর তা হলে উত্তরপত্র স্যানিটাইজ করে নেওয়া হয়। এই বছরও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইসোলেশন রুম থাকবে। কেউ অসুস্থ হলে সেখানে পরীক্ষা দেওয়া যাবে। পাশাপাশি হাসপাতালে বা ব্লকের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক এবং শিক্ষকদের উপস্থিতিতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকবে।’‌ প্রসঙ্গত, ২০২০ সালে মাধ্যমিক শুরু হলেও করোনার কারণে গতবছর পরীক্ষা হয়নি। তবে এবার কোভিড বিধি মেনেই পরীক্ষা হবে।