পাঁচ রাজ্যের নির্বাচনের ফল দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনেও বিজেপি-র নিশ্চিত জয়ের পূর্বাভাস দিচ্ছে এই ফল৷ যদিও নরেন্দ্র মোদির এই তত্ত্ব খারিজ করে দিলেন প্রশান্ত কিশোর। এরপরই প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। শুক্রবার টুইটে প্রশান্ত কিশোর লেখেন, “ভারতের জন্য যে লড়াই তা ২০২৪-এই হবে এবং তখনই তার ফল নির্ধারিত হবে, কোনও রাজ্যের নির্বাচনের ফলে নয়৷ সাহেব এটা ভাল ভাবেই জানেন৷ সেই কারণেই বিধানসভা ভোটের ফল নিয়ে এই উন্মাদনা তৈরি করে বিরোধীদের উপরে মনস্তত্ত্বিক চাপ তৈরির কৌশল নিয়েছেন তিনি৷ এই মিথ্যে প্রচারের ফাঁদে পড়বেন না বা অংশ হবেন না৷ এই ভুল তত্ত্বে বিভ্রান্ত হবেন না।” ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সাহেব’ বলেও কটাক্ষ করেছেন প্রশান্ত কিশোর৷ বৃহস্পতিবার ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর সকলকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, “২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর কিছু রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন, ‘এই জয়ে এমন কী রয়েছে? ২০১৭-তেই তো এই ফল ঠিক হয়ে গিয়েছিল।’ আমি আশা করি তাঁরা এবারও একই কথা বলবেন। ২০২২-এই ২০২৪-এর ফলাফল ঠিক হয়ে গিয়েছে।”