বিদেশ

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না ন্যাটো গোষ্ঠী, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

 মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না ৷ এমনটাই জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “তেমনটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে ৷” তবে, তিনি এও জানান, ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিটি অঞ্চল তাঁরা রক্ষা করবেন ৷ তাঁর বক্তব্যে জানিয়েছেন, “ইউরোপে আমাদের মিত্র দেশগুলির পাশে সবসময় থাকব এবং একটি প্রচ্ছন্ন বার্তা দিয়ে যাব ৷ আমরা ঐক্যবদ্ধভাবে ন্যাটো অন্তর্ভুক্ত প্রতিটি অঞ্চল রক্ষা করব ৷” রাশিয়ার উপর বাড়তি নিষেধাজ্ঞা জারি করার পর একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ৷ তবে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে আমেরিকা বা ন্যাটোর দেশগুলি যুদ্ধ করবে না বলে স্পষ্ট করে দিয়েছেন বাইডেন ৷ কারণ, ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ বাধার অর্থ তৃতীয় বিশ্বযুদ্ধ, যা ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলি অবশ্যই এড়িয়ে চলবে বলে জানিয়েছেন তিনি ৷