কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমানোর প্রস্তাব নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ উত্তরপ্রদেশে ভোটে জেতায় বিজেপির সরকার সবার জন্য উপহার নিয়ে এসেছে বলে কটাক্ষ করলেন মমতা ৷ এ নিয়ে তিনটি সিরিজে টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ যেখানে তিনি বলেন, ‘‘বিজেপি নিজের আসল মুখোশ খুলে বেরিয়ে এসেছে ৷’’ সেইসঙ্গে সাধারণ চাকুরিজীবীর সঞ্চয়ে কোপ মারার অভিযোগে কেন্দ্রকে জনবিরোধী এবং কর্মীবিরোধী বলে সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রসঙ্গত, গতকালই পরিষদের বৈঠকে ২০২১-২২ অর্থবর্ষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করার প্রস্তাব পেশ করা হয়েছে ৷ যা অর্থ মন্ত্রকের ছাড়পত্র পেলে কার্যকর হবে ৷ এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে ভারতের কোটি কোটি চাকুরিজীবীর ৷