কলকাতা

‘উত্তরপ্রদেশের ভোট মিটতেই আসল রূপ সামনে’, ইপিএফের সুদ কমানো নিয়ে মোদি সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর

কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমানোর প্রস্তাব নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ উত্তরপ্রদেশে ভোটে জেতায় বিজেপির সরকার সবার জন্য উপহার নিয়ে এসেছে বলে কটাক্ষ করলেন মমতা ৷ এ নিয়ে তিনটি সিরিজে টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ যেখানে তিনি বলেন, ‘‘বিজেপি নিজের আসল মুখোশ খুলে বেরিয়ে এসেছে ৷’’ সেইসঙ্গে সাধারণ চাকুরিজীবীর সঞ্চয়ে কোপ মারার অভিযোগে কেন্দ্রকে জনবিরোধী এবং কর্মীবিরোধী বলে সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রসঙ্গত, গতকালই পরিষদের বৈঠকে ২০২১-২২ অর্থবর্ষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করার প্রস্তাব পেশ করা হয়েছে ৷ যা অর্থ মন্ত্রকের ছাড়পত্র পেলে কার্যকর হবে ৷ এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে ভারতের কোটি কোটি চাকুরিজীবীর ৷