দেশ

ভোপাল থেকে গ্রেপ্তার ৬ জঙ্গি, উদ্ধার বন্দুক ও বিস্ফোরক

মধ্যপ্রদেশের ভোপালে ৬ জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ। ভোপালের গোয়েন্দা সংস্থার থেকে পাওয়া গোপন সূত্র ধরে তল্লাশি অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। ছয় সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করার পর যে তথ্য হাতে এসেছে পুলিশের, তা অবাক করার মতো। জানা গিয়েছে, ওই সন্দেহভাজন জঙ্গিরা আইসবাগ থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে ফাতিমা মসজিদের কাছে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছিল। ঘটনাস্থল থেকে বন্দুক, বিস্ফোরক সামগ্রী এবং ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। সূত্র জানায়, এই অভিযানের পাশাপাশি শহরের বাইরের করন্দ এলাকায় আরেকটি অভিযান চালানো হয় যেখানে স্থানীয় মডিউল জঙ্গিদের  আটক করা হয়। অজ্ঞাত স্থানে তাদের জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা সংস্থা। একজন প্রতিবেশী, শাইদ বলেছেন যে প্রায় ৬০ জন পুলিশ কর্মী বিকেল তিনটে নাগাদ ওই এলাকায় পৌঁছে যায়। গোটা এলাকা ঘিরে ফেলে তারা। গুলি করে দরজার সিল খুলে সব জিনিস বাজেয়াপ্ত করে। মধ্যপ্রদেশের সন্ত্রাস দমন শাখা অভিযুক্তদের থাকার জায়গা থেকে ধর্মীয় গ্রন্থ, সাহিত্যের বই, ল্যাপটপ উদ্ধার করে। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য জানাচ্ছে অভিযুক্তরা এলাকায় একটি আস্তানা তৈরি করেছিল এবং একটি বড়সড় নাশকতা চালানোর ছক ছিল জঙ্গিদের। নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমি-এর সাথে তাদের সংযোগও তদন্ত করছে পুলিশ।