উত্তরপ্রদেশে বিপুল জনমত নিয়ে ফের একবার ক্ষমতায় এসেছে বিজেপি। আর তার পরই দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন উত্তরপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন বিকেলে ৭ নম্বর লোক কল্যাণ মার্গে পৌঁছে যান যোগী। প্রায় ২ ঘণ্টায় বৈঠক চলে দুজনের। সূত্রের খবর, উত্তরপ্রদেশে যোগীর দ্বিতীয় সরকারের মন্ত্রিসভা কেমন হবে, সেই নিয়েই আলোচনা হয়েছে। বৈঠকের পর যোগীকে প্রশংসায় ভরিয়ে দেন নমো। প্রধানমন্ত্রী টুইটে লেখেন, ‘উত্তরপ্রদেশ নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য যোগী আদিত্যনাথকে অভিনন্দন জানিয়েছি। গত ৫ বছরে তিনি জনগণের আশা-আকাঙ্খা পূরণে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি নিশ্চিত, আগামী বছরগুলিতে তিনি রাজ্যকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবেন।’ যোগী টুইটে লেখেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, ‘আত্মনির্ভর ভারতের’ স্থপতি, ‘এক ভারত-শ্রেষ্ঠ ভারত’-এর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তাঁর ব্যস্ত রুটিন থেকে সময় এবং পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ!