কলকাতা

উপনির্বাচনের নিয়ে কমিশনের সর্বদল বৈঠক

 বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচন নিয়ে সোমবার দক্ষিণ কলকাতার ডিইও অফিসে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে সমস্ত রাজনৈতিক দল ৷ তৃণমূল-সহ সবকটি বিরোধী রাজনৈতিক দলই বৈঠকে উপস্থিত ছিল ৷ সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে নির্বাচন কমিশনের কাছে তাঁদের মতামত জানান ৷ এই বিষয়ে উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে ও তা সময় অনুযায়ী জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন আধিকারিক। বৈঠকের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন ঘোষণা করা হয়েছে, সেই বিষয় নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন ডিইও অবনীন্দ্র সিং । উপনির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত কার্যাবলীর দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে ৷ দুই কেন্দ্র মিলিয়ে ১১৯টি পোলিং স্টেশন রয়েছে । মূল ও অতিরিক্ত মিলিয়ে রয়েছে ৩৪৭টি বুথ । তবে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই বিষয়ে এখনও কিছু জানায়নি নির্বাচন কমিশন ৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রচার চলবে সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত ৷