এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান করা হল টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণকে। ফেব্রুয়ারিতে তুরস্ক উড়ান সংস্থার প্রাক্তন চেয়ারম্যান ইলকার আইসিকে এয়ার ইন্ডিয়ার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ঘোষণা করেছিল টাটা গোষ্ঠী। কিন্তু সপ্তাহদুয়েক পরেই টাটার সেই প্রস্তাব ফিরিয়ে দেন ইলকা। তার পরই নতুন চেয়ারম্যানের খোঁজ শুরু হয়। ১৯৬৩ সালে তামিলনাড়ুর মোহানুরে জন্মগ্রহণ করেন তিনি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমসিএ করেন নটরাজন। ১৯৮৭ সালে টাটা গ্রুপে যোগদান করেন। ২০১৬ সালের অক্টোবর মাসে টাটা সন্সের বোর্ডে যোগ দেন চন্দ্রশেখরণ। ২০১৭ সালের জানুয়ারি মাসেই চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। শুধু টাটা সন্স, এয়ার ইন্ডিয়া নয়; টাটা স্টিল, টাটা মোটরস, টাটা পাওয়ার ও টাটা কনসালটেন্সি সার্ভিসেসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ। জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশনের প্রাক্তন সিএমডি অ্যালিস গেভারগেজ বৈদ্যন এবং হিন্দুস্থান ইউনিলিভারের চেয়ারম্যান সঞ্জীব মেহতাক ডিরেক্টর করেছে এয়ার ইন্ডিয়া। ২০২০-র অক্টোবর মাসে নিলামে এয়ার ইন্ডিয়ার মালিকানা পায় টাটা সন্স। দীর্ঘ ৬৯ বছর পর ফের টাটার হাতে আসে এয়ার ইন্ডিয়া। এ জন্য টাটা সন্সকে খরচ করতে হয় ১৮ হাজার কোটি টাকা। জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রশেখরণ। টাটা সন্স বোর্ড সম্প্রতি চেয়ারম্যান হিসেবে এন চন্দ্রশেখরণের মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়িয়েছে। গত পাঁচ বছরের পারফরম্যান্স পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটাও বোর্ডের সভায় উপস্থিত ছিলেন। চন্দ্রশেখরণের নেতৃত্বে টাটা গ্রুপের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। শীঘ্রই এয়ার ইন্ডিয়ার নয়া সিইও-র নামও ঘোষণা করা হতে পারে।