ন্যাশনাল টেস্টিং এজেন্সি পড়ুয়াদের দাবি মেনে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার দিন বদল করল। ১৬ এপ্রিলের বদলে ২১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ৪ মে পর্যন্ত। সোমবার এনটিএ-র তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এর আগে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার প্রেক্ষিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিতে কিছু পরিবর্তন আনে সংসদ। পরীক্ষার চারটি দিন বদলের কথা ঘোষণা করা হয়। কিন্তু, জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার সূচি বদল হতেই ফের সমস্যার সৃষ্টি হল। ২৫ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স মেন ও উচ্চমাধ্যমিক দুটি পরীক্ষাই রয়েছে। সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন আবারও বদলাতে পারে সংসদ। উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যেই আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। ফলে ভোটকেন্দ্র নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তাই উপনির্বাচনের কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফের সূচি বদল করা হবে কি না, তা নিয়ে আলোচনা শুরু করেছে শিক্ষা দফতর। শীঘ্রই রাজ্য সরকার এই বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে।