খুন হয়েছেন দুই কাউন্সিলর। পুরুলিয়ার ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর ও উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার রাতের এই জোড়া খুনের ঘটনার পর থেকে তোলপাড় রাজ্য রাজনীতি। দুই জনপ্রতিনিধির মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে সোমবার বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। এই পরিস্থিতিতে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এডিজি (সিআইডি), এডিজি (আইন-শৃঙ্খলা), মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই কাউন্সিলরের খুনের প্রসঙ্গ নিয়ে বৈঠকে আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনার হতে পারে।