ইসলামের অপরিহার্য ধর্মীয় অনুশীলনের মধ্যে হিজাব নেই, জানিয়ে দিল আদালত। ধর্মাচরণে হিজাব বাধ্যতামূলক অংশ নয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি নিজস্ব পোশাক বিধি লাগু করতেই পারে। হিজাব মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল কর্নাটক হাইকোর্ট । বহাল রাখল হিজাব পরার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা। শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করাকে চ্যালেঞ্জ জানিয়ে যে সকল আবেদন জমা পড়েছিল, তার সবই খারিজ করে দিয়েছে আদালত। স্বাভাবিকভাবেই আদালতের এই রায় আন্দোলনকারী পড়ুয়াদের কাছে বড় ধাক্কা। আদালতের এই রায়ে অখুশি হিজাব আন্দোলনকারীরা। উল্লেখ্য, আজ হিজাব মামলার রায় উপলক্ষে অশান্তি, গন্ডগোলের আশঙ্কায় আজ হিজাব বিতর্কের ভরকেন্দ্র উদুপিতে সমস্ত স্কুল, কলেজ বন্ধ। এর পাশাপাশি, আজ হিজাব বিতর্কের রায় ঘোষণা উপলক্ষে কড়া নিরাপত্তার চাদরে মুড়ল কর্ণাটকের উচ্চ আদালতের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্তির বাসভবন।