দেশ

পাকিস্তানে পড়া ভারতীয় মিসাইল নিয়ে রাজ্যসভায় বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

পাকিস্তানের মাটিতে গিয়ে পড়া ভারতীয় মিসাইল নিয়ে রাজ্যসভায় বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ যেখানে তিনি জানিয়েছেন, ৯ মার্চ দুর্ঘটনাক্রমে একটি মিসাইল লঞ্চ হয়ে যায় ৷ সেটি পাকিস্তানে গিয়ে পড়েছে ৷ রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই ঘটনাটি ঘটেছে ৷ তবে, কীভাবে মিসাইলটি ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে লঞ্চ হয়েছে তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত করা হচ্ছে ৷ এ দিন রাজ্যসভায় ফের একবার বিবৃতি পেশ করেন প্রতিরক্ষামন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘আমি সংসদকে জানাতে চাই, গত ৯ মার্চ একটি ঘটনা ঘটেছে ৷ যেটা দুর্ঘটনাক্রমে ছাড়া মিসাইল সংক্রান্ত ৷ মিসাইলটি সন্ধ্যা ৭টা নাগাদ পর্যবেক্ষণের সময় ভুলবশত ছাড়া হয় এবং পাকিস্তানে গিয়ে পড়ে ৷ তদন্ত সম্পূর্ণ হলে জানা যাবে কেন দুর্ঘটনাক্রমে মিসাইলটি ছাড়া হয়েছিল ৷ ভাল খবর এটাই যে, কেউ এর ফলে আহত হননি ৷’’