৮ জনের মৃত্যুর কথা ঘোষণা রাজ্য পুলিশের
তৃণমূল উপপ্রধান ভাদু শেখের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ রামপুরহাটের বগটুই গ্রাম । মঙ্গলবার সকালে মৃত উপপ্রধানের অনুগামীরা তাণ্ডব চালায় গ্রামে ৷ জ্বালিয়ে দেওয়া হয় একাধিক ঘর-বাড়ি ৷ ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে ৷ যদিও এই ঘটনায় কোনও রকমের রাজনৈতিক যোগাযোগ নেই, সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য । তাঁর দাবি, সোমবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের নিহত হওয়ার এক ঘণ্টার মধ্যে ৭ -৮টি বাড়িতে আগুন লাগে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ খুঁজে পাওয়া যায়নি। ব্যক্তিগত শত্রুতা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার হয়েছে । এই ঘটনায় ইতিমধ্যেই এসডিপিও এবং থানার বড়বাবুকে সরিয়ে দেওয়া হয়েছে ।’’ বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন ডিজি ৷ ঘটনার পরেই ক্লোজ করা হয়েছে রামপুরহাটের ওসি ত্রিদীপ প্রামাণিককে ৷ অপসারিত এসডিপিও সায়ন আহ