দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীপদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ। যোগীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আনন্দীবেন প্য়াটেল। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন দীনেশ শর্মা এবং কেশব প্রসাদ মৌর্য। ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করেও বিধান পরিষদের দৌলতে যেমন উপমুখ্যমন্ত্রী হলেন দীনেশ শর্মা আবার ভোটে হেরে যাওয়ার পরেও কেশব প্রসাদ মৌর্যকে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও রাজ্য বিধানসভার ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরেন যোগী আদিত্যনাথ সরকার। শপথগ্রহণ অনুষ্ঠানটি হয় দেশের পঞ্চম বৃহত্তম স্টেডিয়াম অটল বিহারি বাজপেয়ী একনা স্টেডিয়ামে। অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি শাসিত সব রাজ্য়ের মুখ্যমন্ত্রীদেরও শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়। ছিলেন অক্ষয় কুমার, কঙ্গনা রানওয়াত, কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অনুপম খের। এবারে সব থেকে নজর পড়ার মতো বিষয় হল রাজ্য পেল দুজন উপমুখ্যমন্ত্রী।