কলকাতাঃ সবুজশ্রী প্রকল্পের উপভোক্তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে এবার বিজ্ঞপ্তি পাঠানো হল রাজ্যের সমস্ত জেলা শাসকের কাছে। মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিবের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে যে ‘সবুজশ্রী’ প্রকল্পে এখনো পর্যন্ত ২৪ লক্ষ চারা গাছ বিতরণ করা হয়েছে। বিতরণ করা এই চারাগাছ সম্বন্ধে সমস্ত তথ্য রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে। যে গাছ বিতরণ করা হয়েছে সেই গাছগুলি এখন কি অবস্থায় আছে বা গাছগুলি বাঁচানোর জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশাপাশি গাছ বিলিতে কোনোরকম দুর্নীতি হয়েছে কিনা, সেইসব তথ্য জোগাড় করতে চাইছে রাজ্য সরকার। সেই কারণেই এমন নির্দেশ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের তথ্য ভান্ডার তৈরির সিদ্ধান্ত আগেই নিয়েছে সরকার। ইতিমধ্যেই সমস্ত দফতরের কাছে বিজ্ঞপ্তি দিয়ে সেই সব তথ্য যত শীঘ্র সম্ভব মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
প্রতীকী ছবি।