বিদেশ

যুদ্ধের মাঝেই ভারতে আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রীঃ সূত্র

সূত্রের খবর, রাশিয়ার বিদীশমন্ত্রী সের্গেই লাভরভ সম্ভবত এই সপ্তাহে ভারত সফর আসছেন। মনে করা হচ্ছে এই সফরের মূল লক্ষ্য থাকবে দিল্লির মস্কো থেকে তেল এবং সামরিক হার্ডওয়্যার সংগ্রহের জন্য অর্থপ্রদানের ব্যবস্থা। জানা গেছে যে লাভরভ দুদিনের চিন সফর শেষ করে বৃহস্পতিবার অথবা শুক্রবার ভারতে আসবেন। সূত্র মারফত জানা গেছে যে লাভরভের ভারত সফরের বিস্তারিত সূচি এখনও চূড়ান্ত করা হচ্ছে। ২৪ ফেব্রুয়ারী ইউক্রেনের বিরুদ্ধে মস্কো তার সামরিক অভিযান শুরু করার পরে এটিই রাশিয়ার থেকে ভারতে সর্বোচ্চ পর্যায়ের প্রথম সফর। যদিও ভারতের বিদেশ মন্ত্রক অথবা রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে প্রস্তাবিত সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও কথা জানানো হয়নি।