দেশ

অমিত শাহ মিথ্যা বলছেন, আমি গৃহবন্দীঃ ফারুক আবদুল্লাহ

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের ইস্যু নিয়ে কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা ও সাবেক মুখ্যমন্ত্রী​ ফারুক আবদুল্লা অমিত শাহের মন্তব্যের বিরোধিতায় মুখ খুললেন।  ৮১ বছর বয়সী নেতা ফারুক আবদুল্লাহ এমনি অভিযোগ করেন।  এর আগে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দাবি করেন, ফারুক আবদুল্লাকে “আটক বা গ্রেফতার করা হয়নি”। তার এ দাবি মিথ্যা বলে জানালেন ফারুক আবদুল্লাহ। ফারুক আবদুল্লা শ্রীনগরে বসে NDTV-কে বলেন, “আমাকে আমার বাড়িতে আটক করা হয়েছিল … আমি দুঃখ বোধ করছি যে স্বরাষ্ট্রমন্ত্রী এইরকম মিথ্যা বলতে পারেন। আমার বাড়ির দরজায় একটা বড়সড় তালা লাগানো হয়েছে।’’ তিনি বলেন, তালা মারার পরও নিরাপত্তারক্ষীরা ঘেরাও করে রেখেছে বাড়ি। এরপরেও অমিত শাহ কীভাবে ওই দাবি করেন তা নিয়েও প্রশ্ন তোলেন ন্যাশনাল কনফারেন্সের ওই নেতা। “আমি তাঁদের (নিরাপত্তারক্ষীদের) বলেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমাকে আটক করা হয়নি। তাহলে আপনারা আমাকে আটকে রাখছেন কেন?” প্রশ্ন করেন ফারুক।  video interview link: 

https://www.facebook.com/ndtv/videos/1358986970906172/

https://www.ndtv.com/video/exclusive/news/was-detained-at-home-home-minister-lying-farooq-abdullah-breaks-down-523618 

Photo Courtesy – NDTV