দেশ

রেল লাইন ধসে পড়ে লাইনচ্যুত মালগাড়ির ৩টি বগি

টানা বৃষ্টির জেরে রেল লাইন ধসে পড়ে লাইনচ্যুত হল মালগাড়ির ৩টি বগি। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আম্বোদলা স্টেশনের কাছে। এই ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্যও ছড়িয়েছে। পূর্ব উপকূলীয় রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, এই ঘটনার জেরে বেশ কয়েকটি লোকাল ও এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চালানোর ব্যবস্থা করা হচ্ছে। এই সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ নম্বর: সম্বলপুর: ৯৪৩৭৩৮৬৭৫৯, তিতলাগড়: ৮৪৫৫৮৯২৮৩১ এবং ৯৪৩৭৩৮৬৬৯৩। সূত্রের খবর, এদিন সকালে আম্বোদলা স্টেশনে পৌঁছনোর আগে বিপর্যয়ের মুখে পড়ে ৫৯টি বগি বিশিষ্ট একটি মালগাড়ি। প্রায় ১০০ মিটার রেল পথ সম্পূর্ণ ধসে পড়েছে। ফলে রায়গদা থেকে তিতলাগড়ের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাইন ধসে পড়ায় লাইনচ্যুত হয় মালগাড়ির ৩টি বগি। একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। রেলের আধিকারিকরা জানান, রেল লাইন থেকে জল নামার পরেই এই বগিগুলিকে সরানোর ব্যবস্থা করা হবে।