দেশ

স্টেশনের ওপর দিয়ে অটো চালিয়ে অন্তঃসত্ত্বাকে হাসপাতালে পৌঁছে নজির গড়লেন চালক

মুম্বাইঃ রেল স্টেশনের ওপর দিয়েই ছুটল অটো। কোনও কিছু না ভেবে প্রসব যন্ত্রণায় কাতর এক মহিলাকে নিজের অটো করে পৌঁছে দিলেন সোজা হাসপাতালে। এমনই এক দৃশ্যের সাক্ষী হয়ে রইল মুম্বাইবাসী। প্ল্যাটফর্মেই তীব্র প্রসব যন্ত্রণায় ছটফট করতে শুরু করেছিলেন এক মহিলা। মহিলার অসহায় অবস্থা দেখে আর চুপ করে বসে থাকতে পারেননি প্ল্যাটফর্মের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অটোর চালক। অটো চালিয়ে সোজা প্ল্যাটফর্মে উঠে আসেন তিনি। এরপর অন্তঃসত্ত্বাকে নিয়ে ভিড়ের মধ্যে দিয়েই অটো ছুটিয়ে চলে যান সোজা হাসপাতাল। সেই দৃশ্যের ভিডিওই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।  অটো চালকের নাম সাগর কমলকর গাওয়াদ।  এক ব্যক্তি তাঁর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে মুম্বইয়ের লোকাল ট্রেনে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে বসেছিলেন। এমনিতেই বাণিজ্য নগরীতে বৃষ্টি হচ্ছে। তার জেরে ট্রেনটি ভিরার স্টেশনে বেশ কিছুক্ষণ আটকে ছিল। তখনই প্রসব যন্ত্রণা ওঠে মহিলাটির। স্ত্রীকে যন্ত্রণায় কাতরাতে দেখে কামরার অন্য যাত্রীদের কাছে সাহায্য চান ওই ব্যক্তি। তখনই তাঁর চোখ পড়ে, ওয়েস্টার্ন রেলওয়ের দুনম্বর প্ল্যাটফর্মের কাছে দাঁড়িয়ে থাকা একটি অটোর দিকে। সেই অটোরই চালক সাগর। তিনি সঙ্গে সঙ্গে অটো চালকের সাহায্য চান। সাগরও কিছু না ভেবেই নিজের অটো নিয়ে সোজা স্টেশনে উঠে যান। মহিলাটিকে অটোয় বসিয়ে সোজা সঞ্জীবনী হাসপাতালে পৌঁছে দেন।  হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন ওই মহিলা। দুজনেই ভাল আছে বলে জানা গিয়েছে। কিন্তু স্টেশনের উপর অটো চালানোর অপরাধে গ্রেপ্তার করা হয় সাগরকে। তবে মানবিকতার খাতিরে অটো চালক জামিন পেয়ে যান। পুলিশ ইন্সপেক্টর প্রবীন কুমার যাদব গোটা ঘটনার সত্যতা প্রকাশ করে বলেন, ‘‌সাগর যে কাজটি করেছে তা প্রশংসনীয়। তবে স্টেশনের উপর অটো নিয়ে চলে আসায় অন্য যাত্রীদের চোট লাগার সম্ভাবনা ছিল। তাই গ্রেপ্তার করা হয়েছিল অটো চালককে।’‌