আসানসোল এবং বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনে ব্যাপক ভরাডুবির ২৪ ঘণ্টা কাটতে না কাটতে একে একে পদ ছাড়ছেন রাজ্য ও জেলার একাধিক নেতা। বিধানসভা, পুরভোটের পর উপনির্বাচনেও সোচনীয় হার। এরপরেই নদিয়ায় শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুলে দল ছাড়লেন ১০ জন বিজেপি নেতা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে হাতে লিখে চিঠি দিয়েছেন তাঁরা। আঙুল তুলেছেন বিজেপি–র সাংগঠনিক সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে। বিজেপি নেতা অর্জুন বিশ্বাস যদিও এসব অভিযোগ মানেননি। জানিয়েছেন, আবেগের বশেই ওই নেতারা এই পদক্ষেপ করেছেন। উপনির্বাচনে হারের ফল প্রকাশ হয় শনিবার। তার পর সেদিনই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বলেছেন, ‘অপরিণত’। রবিবার দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। সাংবাদিক বৈঠক করে গৌরীশঙ্কর ঘোষ জানান, জেলার মণ্ডল সভাপতি নির্বাচনের জন্য ৫১ জনের নাম পাঠানো হয়েছিল। যার মধ্যে ১৮ জনের নাম বাদ দিয়ে বিজেপি জেলা সভাপতি নিজের ইচ্ছে মতো লোকেদের ঢুকিয়েছেন, যাঁরা অযোগ্য। এদিকে জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্রও।