হাঁসখালির ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্তে গতি এনেছে সিবিআই ৷ তবে ময়নাগুড়ি, শান্তিনিকেতন, পিংলা, নেত্রা এবং নামখানার ঘটনায় তদন্তভার এখনও রাজ্য পুলিশের হাতেই ৷ আর এই পাঁচ ধর্ষণ-কাণ্ডে অগ্রগতি কতদূর, রাজ্যকে সেই সংক্রান্ত রিপোর্ট ও কেস ডায়েরি পেশ করার নির্দেশ হাইকোর্টের । নির্যাতিতা, তাদের পরিবার এবং ঘটনার সাক্ষীদের বাড়তি নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত ৷ ২২ এপ্রিল অর্থাৎ শুক্রবার মামলার পরবর্তী শুনানি। ওইদিনের মধ্যেই রাজ্যকে কেস ডায়েরি পেশ করার নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের ৷ মামলার শুনানিতে এদিন মামলাকারী সুস্মিতা সাহা দত্ত জানান, ময়নাগুড়িতে মেয়েটিকে ধর্ষণের চেষ্টার এফআইআর দায়ের হয়েছে ৷ অভিযুক্ত মেয়েটিকে হুমকি করায় সে আত্মহত্যার চেষ্টাও করেছিল ৷ ঘটনায় নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হোক এবং ভিডিওগ্রাফি করার আবেদন করেন তিনি ৷