দেশ

লোকসভায় ঘুরে দাঁড়াতে প্রশান্ত কিশোরকে নিয়ে ৪দিনে ৩বার বৈঠক কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের

২০১৪ লোকসভার পর থেকে একের পর এক নির্বাচনে খারাপ ফল করছে কংগ্রেস । কয়েক মাস আগে পাঁচ রাজ্যের বিধানসভা কংগ্রেসের ফল এত খারাপ হয় যে, হাত চিহ্নের শিবির অস্তিত্ব সঙ্কটে পড়ছে। বছর আটেক আগেও যারা দেশের সরকার চালাচ্ছিল, তারা এখন দেশের মাত্র দুটি রাজ্যে একার জোরে ক্ষমতায় আছে। এমন সময় যে করেই হোক প্রত্যাবর্তন করতে ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের শরণাপন্ন হল কংগ্রেস। ২০২৪ লোকসভা নির্বাচনে ভাল ফল করতে হলে তার রোডম্যাপ, কী কৌশল করতে হবে তা নিয়ে প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকে দলের অন্তবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর।  সোমবারের বৈঠকে সনিয়ার পাশাপাশি, প্রিয়ঙ্কা গাঁধী বঢরা, বর্ষীয়ান কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক, রণদীপ সিংহ সুরজেওয়ালা, কেসি বেণুগোপাল এবং অম্বিকা সোনিও উপস্থিত ছিলেন। গত ৪ দিনে এই নিয়ে তৃতীয় বার সনিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন পিকে। সম্প্রতি কংগ্রেস নেতৃত্বের সামনে তিনি একটি নীল নকশা তুলে ধরেছিলেন। খুব শীঘ্র তাতে সিলমোহর পড়তে চলেছে বলে দলীয় সূত্রে খবর।