কিং খানের আসন্ন ছবি ‘পাঠান’-এর জন্য় এখন অপেক্ষা করে বসে রয়েছেন সকলেই ৷ তবে এরই মাঝে খবর এসেছিল রাজকুমার হিরানির ছবিতেও কাজ করতে চলেছেন বলিউডের বাদশা ৷ যদিও ছবির নামধাম কিছুই সামনে আসেনি ৷ অবশেষে মঙ্গলবার সামনে এল ছবির অ্যানাউন্সমেন্ট ভিডিও ৷ শাহরুখ নিজেই এই দুর্দান্ত ভিডিওটিতে ছবির নাম ঘোষণা করেছেন। শাহরুখ জানিয়েছেন, রাজকুমার হিরানির সঙ্গে তাঁর এই নতুন ছবির নাম হতে চলেছে ‘ডাঙ্কি’ ৷ নিজের ইনস্টায় ভিডিয়োটি শেয়ার করে তিনি লেখেন, “প্রিয় রাজকুমার স্যার, আপনি তো আমার সান্তাক্লজ হয়ে গেলেন ৷ আপনি শুরু করুন আমি সঠিক সময়ে চলে আসব । আসলে, আমি তো সেটেই থাকতে শুরু করে দেব ! শেষ পর্যন্ত আপনার সঙ্গে কাজ করতে পেরে বিনীত এবং উত্তেজিত বোধ করছি । ২০২৩ সালের ২২ ডিসেম্বর আপনাদের সবার কাছে নিয়ে আসছি ডাঙ্কি ৷ ” ছবিতে শাহরুখের সঙ্গেই কাজ করতে চলেছেন তাপসী পান্নু ৷