বাঁশদ্রোণী এলাকায় গুলি চালানোর ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিস। মঙ্গলবার কলকাতা পুলিসের গুন্ডাদমন শাখা ও বাঁশদ্রোণী থানার পুলিস যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে এই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিস সূত্রের খবর, মূল অভিযুক্ত শম্ভু সরদার। সেই বিশ্বনাথ সিং ওরফে বাচ্চুকে গুলি চালায় শম্ভু সরদার। এছাড়াও গ্রেফতার করা হয়েছে অরিজিৎ পোদ্দার ওরফে সানি এবং শেখ শাহিদ ওরফে ভিকিকে। এই তিন জনই বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকার রিয়েল এস্টেট ব্যবসায়ী মলয় দত্তের সহকারী। গুলি চালানোর সময় তিন জনই ঘটনাস্থলে উপস্থিত ছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭মিমি একটি দেশি পিস্তল। ওই পিস্তল থেকেই গুলি চালানো হয়েছে কি না খতিয়ে দেখছে পুলিস।