কলকাতা

কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার চিটফাণ্ডের মালকিন সহ ১৪

কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ পেয়ে গোপনে তদন্ত শুরু করেছিল লালবাজার। সিট গঠন করে চলছিল তদন্ত। তারপরেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে। কলকাতায় বেআইনি চিটফান্ডের ঘটনায় বেনিয়াপুকুর, কড়েয়া এবং এন্টালি থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ওই চিটফান্ডের মালকিন লিজা মুখার্জি সহ ১৪ জনকে। গত কয়েক বছর ধরে কলকাতায় সেভ দ্য বেয়ারফুট নামে একটি কোম্পানি টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের থেকে টাকা তুলছিল। এখনও পর্যন্ত কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ওই সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, টাকা ম্যাচিওর করার সময় আসতেই সংস্থা ঝাঁপ বন্ধ করে দেয়। ফলে প্রতারণার ফাঁদে পড়েন কয়েক হাজার মানুষ। কয়েকদিন ধরেই উপভোক্তারা ওই কোম্পানির আধিকারিরদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারছিলেন না। এরপরেই উপভোক্তারা মামলা দায়ের করেন। যে মামলার ভিত্তিতে তদন্ত করে মঙ্গলবারই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিস সূত্রের খবর প্রধান অভিযুক্ত লিজা মুখার্জি। যার বাড়ি পাকসার্কাসের কাছে। তিনি মূলত দিন আনা দিন খাওয়া মানুষদের দ্বিগুন টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে বিনিয়োগ টানতেন। কয়েক হাজার মানুষ দ্বিগুন টাকার লোভে সেই ফাঁদে পা দেন।