দেশ

ফের দিল্লিতে মাস্ক বাধ্যতামূলক, না মানলে ৫০০ টাকা জরিমানা

দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ ৷ তাই ফের মাস্ক পরা বাধ্যতামূলক করল দিল্লি সরকার ৷ বুধবার দিল্লির কেজরিওয়াল সরকার ঘোষণা করেছে, রাস্তাঘাটে বেরলে মাস্ক পরতেই হবে ৷ না হলে ৫০০ টাকা জরিমানা। দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের আধিকারিকরা জানিয়েছেন, রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ নিয়ে বৈঠকে স্কুল বন্ধ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আলাদা এসওপি ঠিক করা হচ্ছে ৷ খুব শিগগিরি সরকার মাস্ক আবশ্যিক করা নিয়ে একটি সরকারি নির্দেশিকা প্রকাশ করবে ৷ এর আগে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ৩১ মার্চ দিল্লি সরকার মাস্ক না-পরায় ৫০০ টাকা ফাইন তুলে নিয়েছিল ৷ বাইরে বেরলে মাস্ক পরা আবশ্যিক নয় বলে জানিয়েছিল ৷ কিন্তু ৩ সপ্তহের মধ্য়েই রাজধানীর ছবিটা বদলে গেল ৷