আজ সকালে প্রথমে মৃত চিতাবাঘটিকে দেখতে পান কয়েকজন শ্রমিক। বেলা বাগানের শ্রমিকরা এদিন কাজে যাওয়ার পথে দেখতে পান একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতা বাঘের দেহ পড়ে রয়েছে। এর পর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যান তাঁরা। ডায়না চা বাগানের ৩ নম্বর সেকশন থেকে চিতাবাঘের দেহটি উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। প্রাথমিকভাবে বন দফতরের কর্মীদের অনুমান, বিষক্রিয়ার কারণে চিতাবাঘটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তাঁরা।