কলকাতা

ভোট-পরবর্তী হিংসা মামলায় ৩ সদস্যের কমিটি গঠন হাইকোর্টের

ভোট-পরবর্তী হিংসা মামলায় তিন সদস্যের কমিটি গঠন করল হাইকোর্ট । একুশের বিধানসভা নির্বাচনের পর এখনও ঘরছাড়া ৩০৩ জনকে ঘরে ফেরাতে তিন সদস্যের কমিটি গঠন করল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এক নির্দেশে জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি সেক্রেটারি- প্রতিটি ক্ষেত্র থেকে একজন করে সদস্য নিয়ে গঠিত কমিটি অভিযোগ খতিয়ে দেখে ঘরছাড়াদের ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে । পাশাপাশি কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুতে তাঁর দাদা ও মাকে দু’মাসের মধ্যে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । এ ব্যাপারে রাজ্যের মুখ্যসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ।