কলকাতা

চাকরির দাবিতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ টেট উত্তীর্ণদের

সল্টলেক বিকাশ ভবনের সামনে বিক্ষোভ টেট উত্তীর্ণদের ৷ বিক্ষোভকারীরা রাস্তায়  বসতে চাইলে পুলিস তাঁদের জোর করে উঠিয়ে দেয়। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিও চলে ওই চাকরিপ্রার্থীদের। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৪ সালে তাঁরা টেট পাশ করেছেন। আজ পর্যন্ত তাঁদের চাকরি হয়নি। অথচ টেট না পাশ করেও চাকরি পেয়ে গিয়েছেন। ট্রেনিং নিয়েও বহু যুবক-যুবতীকে চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। অনেকের বয়স ৪০ বছর পেরিয়ে গিয়েছে, ঘরবাড়ি বিক্রি করে দিতে হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেও ডিএলএডদের নিয়োগ করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে এই নিয়ে ।