অবৈধ নির্মাণে ছেয়ে গেছে দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকা। সেইসঙ্গেই গড়ে উঠেছে অসামাজিক কাজকর্মের আখড়া। তাই এলাকাজুড়ে উচ্ছেদ অভিযান শুরু করেছে উত্তর দিল্লি পুরনিগম। তবে বুলডোজার-সহযোগে ভাঙাভাঙি শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় অবিলম্বে অভিযান বন্ধ করতে। যদিও তাতেও থামেনি অভিযান। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশকে কার্যত অমান্য করেই চলছে বুলডোজারের তাণ্ডব। গত সপ্তাহে, হনুমান জয়ন্তীর দিন। হনুমান জয়ন্তীর একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে তুমুল শোরগোল হয়। শোভযাত্রায় ইটবৃষ্টির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুর করা হয়, এমনকি গুলিও চলে বলে অভিযোগ। এই নিয়ে উত্তেজনা ছিলই এলাকায়।