দেশ

ভারতের আতিথেয়তায় মুগ্ধ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, বললেন ‘নিজেকে সচিন-অমিতাভ মনে হচ্ছে’

ভারতের আতিথেয়তায় মুগ্ধ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ দেশে এসে নিজেকে সচিন তেন্ডুলকর এবং অমিতাভ বচ্চনের মতো মনে হচ্ছে তাঁর। শুক্রবার এই মন্তব্য করলেন বরিস। মোদির সঙ্গে হাতে হাত রেখে চিত্রগ্রাহকদের জন্য ‘পোজ’ দেন তিনি। বাণিজ্য-চুক্তির পর ভারতের সঙ্গে ব্রিটেনের প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির দিকে তাকিয়ে দেশবাসী ৷ সেই চুক্তি সংক্রান্ত বৈঠকের আগে শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে এদিন বরিস জনসন জানান, ভারতের আতিথেয়তায় যারপরনাই মুগ্ধ তিনি ৷ আর সে কারণে প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদিকেই যাবতীয় কৃতিত্ব দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ৷ ভারতের প্রধানমন্ত্রীকে ‘খাস দোস্ত’ সম্বোধন করে জনসন বলেন, “ভারতে যেভাবে আমাকে অভ্যর্থনা জানানো হয়েছে সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশের জনসাধারণকে ধন্যবাদ জানাতে চাই আমি ৷ এদেশে পৌঁছনোর পর বিশাল বিশাল সব হোর্ডিং দেখে নিজেকে সচিন তেন্ডুলকর কিংবা অমিতাভ বচ্চন মনে হচ্ছে ৷”