১৬ দিন বাদে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার বিকালে হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে। যদিও হাসপাতাল থেকে ছাড়া পেলেও পোড়খাওয়া নেতাকে আপাতত কয়েকদিন শারীরিক ধকল না নিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিন হাসপাতাল থেকে অনুব্রতের ছাড়া পাওয়ার খবর পেয়েই তাঁকে ফের কয়লা পাচার কাণ্ডে জেরার জন্য নতুন করে সমন পাঠানোর তোড়জোড় শুরু করেছেন সিবিআইয়ের আধিকারিকরা।