বৃহস্পতিবার সকালে উত্তরশিক্ষা ছাত্রাবাস থেকে বিশ্বভারতীর পাঠভবনের দ্বাদশ শ্রেণির ছাত্র অসীম দাসের দেহ উদ্ধার হয় ৷ তার বয়স হয়েছিল ১৭ বছর ৷ পরিবারের তরফে ইতিমধ্যেই শান্তিনিকেতন থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তদন্তভার এসে পড়েছে সিআইডির হাতে ৷ শুক্রবার শান্তিনিকেতন থানায় মরদেহ এনে বিক্ষোভ দেখাল পরিবারের লোকজন। উপাচার্যের বাসভবন থেকে মরদেহ নিয়ে আসা হয় শান্তিনিকেতন থানায়। সেখানে পুলিশ সঠিক তদন্ত করছে না, এই অভিযোগেও চলে বিক্ষোভ। তাদের অভিযোগ, আত্মহত্যা নয়। খুন করা হয়েছে। ধামাচাপা দিতে চাইছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ কোনও রকম সহযোগিতা করছে না ৷ শুধু তাই নয়, মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করেনি কর্তৃপক্ষ। কীভাবে মৃত্যু হল তাও জানানো হয়নি ৷ এই সকল অভিযোগে রাতভর বাসভবনে ঘেরাও করা হয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ৷ মৃত ছাত্রের পরিবারের মহিলারা বাসভবনের সামনে শুয়ে বিক্ষোভ দেখান ৷