তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা কলকাতা থেকে শহরতলি। শহরজুড়ে রাস্তার মোড়ে মোড়ে চড়া রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা কর্তব্যরত সহকর্মীদের সুস্থতার কথা মাথায় রেখে গতকালই কলকাতার নগরপাল, বিনীত কুমার গোয়েল O.R.S, জলের বোতল, রোদ চশমা, ছাতা, মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন তাঁদের হাতে। শুধুমাত্র ট্রাফিক পুলিশ নয়, সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে গ্রিন পুলিশ যাঁরাই রাস্তায় নেমে ট্রাফিক সামলানোর গুরুদায়িত্ব পালন করেন তাঁদের সকলের হাতেই গরম থেকে বাঁচার জন্য যাবতীয় সামগ্রী তুলে দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার।